রাশিয়া গেলেন জয়শঙ্কর, চীনে যাবেন মোদি


রাশিয়া গেলেন জয়শঙ্কর, চীনে যাবেন মোদি

যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের ঘোষণা পরিপ্রেক্ষিতে ভারত রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা শুরু করেছে। এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার তিনি নিশ্চিত করেছেন, চলতি মাসের শেষের দিকে চীন সফর করবেন নরেন্দ্র মোদি।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে বৈঠক করেন ওয়াং ই। বৈঠকে তিনি মোদির চীন সফরের কথা নিশ্চিত করেছেন। মোদি আগামী ৩১ আগস্ট শুরু হতে যাওয়া সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে অংশগ্রহণ করবেন। সাত বছর আগে মোদি চীন সফর করেছিলেন। এবারের সফরে সম্মেলনের ফাঁকে তিনি আশা করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও বৈঠক করবেন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বৈঠকে অজিত দোভাল জানান, সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি ও স্থিতিশীলতা বজায় রয়েছে।

এদিকে, ভারতীয় টেলিগ্রাফ অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার তিনদিনের সফরে রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই সফরের লক্ষ্য দুই দেশের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জয়শঙ্কর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করবেন, যেখানে ইউক্রেন যুদ্ধ এবং ভারতের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপগুলো নিয়ে আলোচনা হবে।

টেলিগ্রাফ জানিয়েছে, সফরটি এমন এক সময়ে হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করেছেন। এর মধ্যে রাশিয়ার অপরিশোধিত তেল কেনার কারণে ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপের ঘোষণা রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×