গাজায় একদিনে নিহত আরও ৬০, সহায়তা নিতে গিয়ে ৩১ জনের মৃত্যু
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:৩১ এম, ২০ আগস্ট ২০২৫
ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় একদিনে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬২ হাজার ১০০ জনে।
তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে মঙ্গলবার (১৯ আগস্ট) জানানো হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬২ হাজার ৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন আরও ৬০ জন এবং আহত হয়েছেন ৩৪৩ জন। এ পর্যন্ত মোট আহতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৫৭৩ জন। একই সময় অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ৩ জনের। এতে করে এ ধরনের কারণে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৬৬ জনে, যার মধ্যে রয়েছে ১১২ জন শিশু।
গাজায় উদ্ধার কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। হামলা ও সরঞ্জামের ঘাটতির কারণে অনেককেই ধ্বংসস্তূপের নিচে বা সড়কে ফেলে রাখা হলেও উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তি ভেঙে ইসরায়েল ফের হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত আরও ১০ হাজার ৫১৮ জন নিহত এবং ৪৪ হাজার ৫৩২ জন আহত হয়েছেন।
এছাড়া, ইসরায়েলি বাহিনী মানবিক সহায়তা নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ধরনের হামলায় প্রাণ গেছে ৩১ জনের এবং আহত হয়েছেন ১৯৭ জন। ২৭ মে থেকে এ পর্যন্ত খাদ্য ও সাহায্য সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় ১ হাজার ৯৯৬ জন নিহত এবং ১৪ হাজার ৮৯৮ জন আহত হয়েছেন।
চলতি বছরের মার্চ থেকে কার্যত পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়া গাজার ২৪ লাখ মানুষ দুর্বিষহ পরিস্থিতির মধ্যে রয়েছেন। খাদ্য সংকট, রোগবালাই ও অবকাঠামো ধ্বংসে তারা নিদারুণ দুর্ভোগে দিন কাটাচ্ছেন।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে।