ইউক্রেনকে ১ হাজার মরদেহ হস্তান্তর করল রাশিয়া
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১২:৪৬ পিএম, ২০ আগস্ট ২০২৫
রাশিয়া এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ কিয়েভের কাছে হস্তান্তর করেছে। এর বিনিময়ে ইউক্রেন মস্কোর কাছে ১৯ জন রুশ সেনার মরদেহ হস্তান্তর করেছে। এই প্রক্রিয়া মঙ্গলবার সম্পন্ন হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহকারী ও মুখপাত্র ভ্লাদিমির মেডিনস্কি এ তথ্য টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় জানান। তিনি জানান, এই সিদ্ধান্ত চলমান শান্তি আলোচনার অংশ হিসেবে নেওয়া হয়েছে।
গত তিন মাসের বেশি সময় ধরে তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের মধ্যে শান্তি সংলাপ চলছে। রুশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন মেডিনস্কি। তার ভাষ্য, “আমাদের লক্ষ্য হচ্ছে ইস্তাম্বুল সংলাপকে একটি ‘ইস্তাম্বুল চুক্তি’-তে রূপ দেওয়া। মরদেহ হস্তান্তরের সিদ্ধান্তও এই কাঠামোতেই নেওয়া হয়েছে।”
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা শুরু হয় গত মে মাসে। এর এক মাস পর, ২ জুন, দুই দেশ প্রথমবারের মতো নিহত সেনাদের মরদেহ ও জীবিত যুদ্ধবন্দিদের বিনিময়ে একমত হয়। সেসময় প্রতি পক্ষ ৬ হাজার করে মোট ১২ হাজার মরদেহ ও ১ হাজার করে মোট ২ হাজার বন্দি বিনিময় করেছিল। জুলাইয়ের শেষ দিকে আরও ১ হাজার ২০০ করে মোট ২ হাজার ৪০০ যুদ্ধবন্দির বিনিময় হয়।
এই ধারাবাহিকতায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের বিষয়টিও আলোচনা প্রক্রিয়ায় গুরুত্ব পাচ্ছে। ২০২২ সালে শুরু হওয়া যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্র মধ্যস্থতার ভূমিকা পালন করছে। এ প্রসঙ্গে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন।
সূত্র: আরটি