ফিলিস্তিনে ত্রাণ আনতে গিয়ে নিহত জাতীয় বাস্কেটবল তারকা


ফিলিস্তিনে ত্রাণ আনতে গিয়ে নিহত জাতীয় বাস্কেটবল তারকা

কিডনি ও রক্তের জটিল রোগে আক্রান্ত মেয়ের জন্য খাবার ও ওষুধ পৌঁছে দিতে গিয়েছিলেন, কিন্তু জীবনে আর ফিরে আসতে পারেননি। দখলদার ইসরায়েলের সেনাদের গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিন জাতীয় বাস্কেটবল দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ সালান।

বার্তাসংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৯ আগস্ট) খান ইউনিসে সালান প্রাণ হারান। তিনি তার মেয়ের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং ওষুধ সংগ্রহ করতে গিয়েছিলেন।

ফিলিস্তিনে ‘ভূমিকম্প’ নামেও পরিচিত মোহাম্মদ সালান একাধিক স্থানীয় বাস্কেটবল দলের হয়ে খেলেছেন। এছাড়া জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগও পেয়েছিলেন তিনি।

এতে আগেও জাতীয় ফুটবল তারকা সুলেইমান আল-ওবেইদকেও হত্যা করেছে ইসরায়েল। ‘ফিলিস্তিনি পেলে’ নামে পরিচিত সুলেইমানও ত্রাণ কেন্দ্রে খাবার পৌঁছে দিতে গিয়ে গুলিবিদ্ধ হন। তার হত্যার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক নিন্দা প্রকাশিত হয়েছিল।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলা শুরু হয়। এ হামলায় এখন পর্যন্ত ৬৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮০০-এরও বেশি অ্যাথলেট রয়েছেন।

সাধারণ মানুষের মতো গাজার অ্যাথলেটরাও খাদ্য সংকট, বাস্তুচ্যুতিসহ নানা বিপর্যয়ে পড়েছেন। এদের দিন কাটে কঠিন সংকটের মধ্যে, প্রায়ই খেয়ে না খেয়ে।

মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে, গত বছরের নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োহাভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×