কাজের লোক আসে না, ভারতে প্রায়ই নিজে রাঁধতে হয় কক্সবাজারের সাবেক এমপির
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:৩৪ পিএম, ২০ আগস্ট ২০২৫
গত বছর গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। ওই পরিস্থিতিতে আওয়ামী লীগের বহু মন্ত্রী ও সংসদ সদস্য দেশ ছাড়তে বাধ্য হন, অনেকে পরিবার-পরিজন ছাড়াই একা পালিয়েছেন।
ভারতের সংবাদমাধ্যম দ্য প্রিন্ট মঙ্গলবার (১৯ আগস্ট) তাদের বর্তমান জীবনধারার ওপর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক এমপি ও কয়েকজন আওয়ামী লীগ নেতা বর্তমানে কীভাবে দিনযাপন করছেন।
সংবাদমাধ্যমকে নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজারের এক সাবেক এমপি জানিয়েছেন, তিনি বর্তমানে কলকাতার একটি ফ্ল্যাটে আরেক আওয়ামী লীগ নেতার সঙ্গে থাকছেন। রান্না ও পরিচ্ছন্নতার দায়িত্বের জন্য সেখানে লোক নিয়েছেন, তবে প্রায়ই তারা কাজ করতে আসে না। তাই অনেক সময় নিজের রান্না করতে হয়। এ ক্ষেত্রে তিনি বাংলাদেশে থাকা স্ত্রীর সাহায্য নেন।
তিনি জানান, প্রতিদিন ভোরে ফজর নামাজের পর জিমে যান। “ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমি ৩বিএইচকে অ্যাপার্টমেন্টে ফজর নামাজ পড়ি। এরপর আমরা পার্শ্ববর্তী জিমে যাই। আমি ওজন কমানোর ব্যায়াম করি, আর তিনি পেলেট ক্লাসে অংশগ্রহণ করেন।”
রান্নার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “আমি রান্নায় অভ্যস্ত নই, সঙ্গে থাকা জনও রান্না জানে না। বাধ্য হয়ে রান্না করতে হলে ভিডিও কলে আমার স্ত্রী আমাকে বিস্তারিত নির্দেশনা দেন। তিনি এখনো ঢাকায় আছেন।”
হাস্যরসের সঙ্গে তিনি আরও বলেন, “এটি আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। বাংলাদেশে ফিরে হয়তো রান্নাকে ক্যারিয়ার হিসেবেও বিবেচনা করতে পারি।”
প্রতিবেদনে সাবেক এমপিদের বর্তমান জীবনধারার এই চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে রান্না, জিম ও দৈনন্দিন রুটিনের মাধ্যমে তারা নতুন অভিজ্ঞতার সঙ্গে মানিয়ে নিচ্ছেন।
সূত্র: দ্য প্রিন্ট