প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকাকে পুড়িয়ে মারার চেষ্টা স্কুলছাত্রের


প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকাকে পুড়িয়ে মারার চেষ্টা স্কুলছাত্রের

ভারতের মধ্যপ্রদেশে এক স্কুলছাত্র তার প্রাক্তন শিক্ষিকার ওপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করেছে। অভিযুক্ত ছাত্রের এই হামলার পেছনে মূল কারণ শিক্ষিকার প্রতি একতরফা আকর্ষণ এবং ব্যক্তিগত প্রতিশোধ।

নির্ভরযোগ্য সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার ১৮ বছর বয়সী সূর্যাংশ কোচর তার প্রাক্তন স্কুলের ২৬ বছর বয়সী শিক্ষিকার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।

পুলিশ জানায়, সূর্যাংশ নরসিংহপুর জেলার কোতোয়ালি থানার উৎকৃষ্ট বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। পুলিশ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত বিরোধ এবং শিক্ষিকার দায়ের করা অভিযোগের প্রতিশোধই হামলার মূল উদ্দেশ্য ছিল।

ঘটনার দিন বিকেল সাড়ে ৩টার দিকে সূর্যাংশ শিক্ষিকার বাড়িতে পৌঁছে একটি পেট্রল ভর্তি বোতল নিয়ে তার ওপর আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। দগ্ধ শিক্ষিকার শরীরের প্রায় ১০–১৫ শতাংশ পুড়ে গেছে। তাকে সঙ্গে সঙ্গে জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকরা জানিয়েছেন, যদিও দগ্ধ হয়েছে, তবে জীবনহানি হয়নি।

পুলিশের তথ্যে জানা গেছে, অভিযুক্ত এবং শিক্ষিকা দুই বছর ধরে একে অপরকে চেনেন। ওই সময়ে সূর্যাংশুর শিক্ষিকার প্রতি একতরফা আকর্ষণ তৈরি হয়েছিল। কিছু বছর আগে স্কুল থেকে অসংগতিপূর্ণ আচরণের কারণে বহিষ্কৃত হওয়ার পর সে অন্য স্কুলে ভর্তি হয়। চলতি বছরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিক্ষিকার পরনে থাকা শাড়ি নিয়ে অশালীন মন্তব্য করলে শিক্ষিকা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ মনে করছে, সেটিই ক্ষিপ্ত ছাত্রের প্রতিশোধের মূল কারণ।

নরসিংহপুরের উপবিভাগীয় পুলিশ কর্মকর্তা (এসডিওপি) মনোজ গুপ্ত বলেছেন, “এটি একতরফা প্রেম এবং ব্যক্তিগত প্রতিশোধের ঘটনা। শিক্ষিকার অভিযোগ দায়ের করার পর ক্ষিপ্ত হয়ে সূর্যাংশু পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।”

পুলিশ ধারা ১২৪ এবং অন্যান্য প্রাসঙ্গিক আইন অনুযায়ী মামলা দায়ের করেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে কল্যাণপুর গ্রাম থেকে অভিযুক্তকে আটক করা হয়। বর্তমানে সে হেফাজতে রয়েছে এবং বিস্তারিত তদন্ত চলমান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×