বিশ্বের সবচেয়ে ‘দয়ালু বিচারক’ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১২:৩৬ পিএম, ২১ আগস্ট ২০২৫
বিশ্বের সবচেয়ে ‘দয়ালু বিচারক’ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের সাবেক বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। অগ্ন্যাশয়ের ক্যানসারে দীর্ঘদিন লড়াইয়ের পর বুধবার (২০ আগস্ট) ৮৮ বছর বয়সে তিনি শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেন। তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রজুড়ে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
ইনস্টাগ্রাম পোস্টে জানানো হয়, “বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও দীর্ঘদিন ধরে অগ্ন্যাশয়ের ক্যানসারের সঙ্গে সাহসী লড়াইয়ের পর ৮৮ বছর বয়সে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। তিনি তার দয়া, নম্রতা ও মানুষের কল্যাণের প্রতি অটল বিশ্বাসের জন্য জনপ্রিয় ছিলেন।”
আরও বলা হয়, “বিচারক ক্যাপ্রিও আদালত কক্ষ এবং তার বাইরেও তার কাজের মাধ্যমে লাখ লাখ মানুষের জীবনকে স্পর্শ করেছিলেন। তার ব্যক্তিত্ব, রসবোধ ও দয়া সকলের ওপর এক অমোচনীয় ছাপ রেখে গেছে।”
পোস্টে আরও উল্লেখ করা হয়, “তিনি কেবল একজন সম্মানিত বিচারক হিসেবেই নয় বরং একজন নিবেদিতপ্রাণ স্বামী, বাবা, দাদা, প্রপিতামহ এবং বন্ধু হিসেবেও স্মরণীয় হয়ে থাকবেন। তার কাজের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন।”
২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন শো ‘Caught in Providence’-এ অংশ নেন, যেখানে আদালতের বাস্তব দৃশ্য দেখানো হতো। বিচারকের মানবিক রায়, সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি এবং রসবোধ দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। অনুষ্ঠানটি এমি অ্যাওয়ার্ডের জন্যও মনোনীত হয়েছিল।
২০২৩ সালের ৬ ডিসেম্বর ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ক্যাপ্রিও জানান যে, তার প্যানক্রিয়াটিক ক্যানসার ধরা পড়েছে। তিনি বলেন, “আমাকে প্রার্থনায় স্মরণ করবেন এবং সুস্থতার জন্য দোয়া করবেন।”
তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য ভক্ত, সহকর্মী এবং সাধারণ মানুষ শোক প্রকাশ করেছেন।