শান্তি আলোচনার মাঝেই ইউক্রেনের তিন গ্রাম দখল রাশিয়ার


শান্তি আলোচনার মাঝেই ইউক্রেনের তিন গ্রাম দখল রাশিয়ার

রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা চলাকালে ইউক্রেনের তিনটি গ্রাম দখল করেছে রুশ সেনারা। বুধবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

দখল করা গ্রাম তিনটি হলো—সুখেৎস্কি, প্যানকিভকা এবং নোভোগিওরগিভকা। এর মধ্যে সুখেৎস্কি ও প্যানকিভকা পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক প্রদেশে অবস্থিত এবং নোভোগিওরগিভকা দিনিপ্রোপেত্রোভস্ক প্রদেশে। টেলিগ্রাম পোস্টে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, “ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ ছিন্নভিন্ন করে সম্প্রতি এই তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা।”

তবে এ বিষয়ে ইউক্রেনীয় বাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর আগে ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ইউক্রেনের ন্যাটো সদস্যপদ চাওয়া নিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের দীর্ঘ টানাপড়েন চলছিল। অভিযান শুরুর আট মাসের মধ্যেই রুশ বাহিনী দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া এবং খেরসনের বড় একটি অংশ দখলে নেয়। পরে ওই চার প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয় মস্কো।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টেলিগ্রাম বার্তায় জানানো হয়, প্রায় সাড়ে তিন বছর ধরে চলা যুদ্ধে পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ অনেকাংশে হারানোর পর, চলতি বছরের জুলাই মাসে প্রথমবার দিনিপ্রোপেত্রোভস্ক প্রদেশে প্রবেশ করে রুশ সেনারা। প্রবেশের এক মাসের মধ্যেই তারা ওই অঞ্চলের একটি গ্রাম দখল করে।

এদিকে শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে গত মে মাস থেকে ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেন সরকারের প্রতিনিধিদের মধ্যে সংলাপ শুরু হয়, যা এখনও চলমান। এই আলোচনায় ইতোমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানানো হয়েছে। উভয় পক্ষ হাজার হাজার সেনার মরদেহ ও যুদ্ধবন্দি বিনিময় করেছে।

এছাড়া চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন। এরপর তিনি একাধিকবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। সর্বশেষ, ১৫ আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক এবং ১৮ আগস্ট হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।

জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প বলেন, পুতিন ও জেলেনস্কির সঙ্গে তার আলোচনা সফল হয়েছে এবং তিনি আশাবাদী, খুব শিগগিরই এই যুদ্ধের অবসান ঘটবে। তিনি আরও জানান, ভবিষ্যতে পুতিন, জেলেনস্কি ও তার নিজস্ব উপস্থিতিতে একটি ত্রিপাক্ষিক বৈঠক আয়োজন করা হতে পারে।

এই পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের নতুন তিনটি গ্রামের দখল নেয় রাশিয়া।

সূত্র: এনডিটিভি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×