ট্রাম্পের হুমকির মুখেই রাশিয়াকে বাণিজ্য বৃদ্ধির আহ্বান ভারতের
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৭:১৯ পিএম, ২১ আগস্ট ২০২৫
রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মস্কোতে তিন দিনের সফরের প্রথম দিনেই তিনি বলেন, “রাশিয়ার সংস্থাগুলি ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে বাণিজ্য করতে পারার পরিবেশ রয়েছে।”
তিনি এও উল্লেখ করেন, রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনা বন্ধ না করার কারণে যুক্তরাষ্ট্র ভারতকে অতিরিক্ত শুল্ক চাপিয়ে আসলেও ভারতের নীতি পরিবর্তন করবে না।
এর আগে দু’দিন আগে ভারতের শীর্ষ নেতৃত্ব চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একাধিক ইতিবাচক বৈঠক করেছেন। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীঘ্রই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনের সফর করবেন।
ভারতের গণমাধ্যমের একাংশ এটি যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক ও চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভারতীয় নীতিকে ‘হুমকি উপেক্ষা করার মনোভাব’ হিসেবে দেখছে।