আফগানিস্তান-পাকিস্তান আলোচনায় প্রতিবন্ধকতা, পাল্টাপাল্টি হামলার আশঙ্কা


আফগানিস্তান-পাকিস্তান আলোচনায় প্রতিবন্ধকতা, পাল্টাপাল্টি হামলার আশঙ্কা

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শুক্রবার (৭ নভেম্বর) জানিয়েছেন, আফগানিস্তানের সঙ্গে চলমান আলোচনা স্থগিত রয়েছে। নতুন কোনো আলোচনার তারিখ বা কর্মসূচি এখনও নির্ধারিত হয়নি। খবর জানিয়েছে জিও নিউজ ও দ্য ডন।

জিও নিউজের এক অনুষ্ঠানে খাজা আসিফ বলেন, “পুরোপুরি অচলাবস্থা, আলোচনা একটি অনির্দিষ্ট ধাপে প্রবেশ করেছে।”

আগস্টের শেষের দিকে দু’দেশের মধ্যে একের পর এক প্রাণঘাতী হামলার পর উত্তেজনা কমাতে বেশ কিছু দফার আলোচনার আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার ইস্তানবুলে অনুষ্ঠিত হয় দুই দেশের প্রতিনিধির তৃতীয় দফার আলোচনা। তবে শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ পরিস্থিতিতে দু’দেশের মধ্যে ভবিষ্যতে পাল্টাপাল্টি হামলার ঝুঁকি বেড়ে যেতে পারে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মধ্যস্থতার জন্য তুরস্ক ও কাতারের সহযোগিতাকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি বলেন, “তারা আমাদের অবস্থানকে সমর্থন করেছে, এমনকি আফগানিস্তানের প্রতিনিধিরাও আমাদের সঙ্গে একমত ছিলেন, তবে তারা লিখিত চুক্তিতে স্বাক্ষর করতে প্রস্তুত ছিলেন না।”

খাজা আসিফ আরও বলেন, পাকিস্তান কেবল আনুষ্ঠানিক, লিখিত চুক্তি গ্রহণ করবে। আফগানিস্তান চাইছিল মৌখিক আশ্বাসকে গ্রহণযোগ্য হিসেবে ধরা হোক, যা আন্তর্জাতিক আলোচনায় সম্ভব নয়।

তিনি জানান, “মধ্যস্থতাকারীরা যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু শেষপর্যন্ত তারা আশা হারিয়ে ফেলেছে। তাদের যদি সামান্য আশাবাদ থাকত, তারা আমাদের সেখানে থাকতে বলতো। আমরা খালি হাতে ফিরে এলে তারা কাবুলের উপর হাল ছেড়ে দিয়েছে।”

মন্ত্রীর বক্তব্য, পাকিস্তানের অবস্থান স্পষ্ট ও অচল। একমাত্র দাবি হলো আফগানিস্তান নিশ্চিত করবে যে তার ভূমি পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার হবে না।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×