‘হামাস স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত, ইসরায়েলকে সেভাবেই আচরণ করা উচিত’
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:২৭ পিএম, ১৩ নভেম্বর ২০২৫
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বুধবার (১২ নভেম্বর) জানিয়েছেন, ফিলিস্তিনি সংগঠন হামাস স্পষ্ট করে দেখাচ্ছে যে, গাজায় বর্তমান যুদ্ধবিরতি স্থায়ী করার জন্য তারা গঠনমূলক পদক্ষেপ নিতে আগ্রহী। তিনি বলছেন, ইসরায়েলকেও একইভাবে দায়িত্বশীল আচরণ করা উচিত।
তুরস্কের রাজধানী আঙ্কারায় মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, “গাজা উপত্যকা ফিলিস্তিনের অংশ; এটিকে অবশ্যই ফিলিস্তিনের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করা উচিত, এবং ইসরায়েলকেও সেভাবেই আচরণ করতে হবে।”
তিনি আরও বলেন, মানবিক সাহায্যের মাধ্যমে ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রদর্শনের ক্ষেত্রে তুরস্ক দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। গাজার জন্য তুরস্ক ও মিশরের যৌথ মানবিক প্রচেষ্টাকে তিনি ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেছেন।
ফিদান দ্বি-রাষ্ট্র সমাধান এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন এবং বলেন, “এই প্রক্রিয়ায় মিশরের সঙ্গে তুরস্ক ঘনিষ্ঠভাবে কাজ করছে।”
তিনি চলমান আন্তর্জাতিক সমন্বয়কেও তুলে ধরেন, যার মধ্যে রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। ফিদান বলেন, “আমরা সবসময় ভ্রাতৃত্বপূর্ণ সংহতির সঙ্গে কাজ করেছি।”