রাতে মাত্র ২-৪ ঘণ্টা ঘুমান জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি


রাতে মাত্র ২-৪ ঘণ্টা ঘুমান জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি

জাপানের নতুন প্রধানমন্ত্রী সানে তাকাইচি প্রতিদিন রাতে মাত্র দুই থেকে চার ঘণ্টা ঘুমান। এ তথ্য নিজেই তিনি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গণমাধ্যমকে জানিয়েছেন, এএফপির প্রতিবেদন অনুসারে।

গত সপ্তাহে সংসদীয় অধিবেশনের প্রস্তুতির জন্য ভোর ৩টায় তার অফিসে একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। ভোরবেলার এই বৈঠকে সবাই যখন ক্লান্ত মনে হচ্ছিল, তখনই তাকাইচি তার সীমিত ঘুমের অভ্যাস সম্পর্কে প্রকাশ্যে বলেছেন।

তিনি পার্লামেন্টের একটি আইনসভা কমিটিকে বলেন, “আমি এখন প্রায় দুই ঘণ্টা ঘুমাই, সবচেয়ে বেশি হলে চার ঘণ্টা। আমার মনে হয় এটা আমার ত্বকের জন্য খারাপ।”

জাপান দীর্ঘদিন ধরে কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখতে চ্যালেঞ্জের মুখোমুখি। অফিসে চাপ ও অতিরিক্ত কাজের কারণে মৃত্যুর ঘটনা ‘কারোশি’ নামে পরিচিত।

সানে তাকাইচি গত মাসে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান নির্বাচিত হওয়ার পর তিনি ঘোষণা করেছিলেন, “আমি কাজ করব, কাজ করব, কাজ করব, কাজ করব, আর কাজ করব।” এরপর থেকেই তিনি তার ব্যস্ত সময়সূচী বজায় রেখেছেন।

প্রধানমন্ত্রী হিসাবে তিনি আঞ্চলিক বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাতেও অংশগ্রহণ করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×