আমিরাতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম হাইব্রিড কার্গো বিমান ‘হেলি’ উদ্বোধন


আমিরাতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম হাইব্রিড কার্গো বিমান ‘হেলি’ উদ্বোধন

সংযুক্ত আরব আমিরাত তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম হাইব্রিড কার্গো বিমান উদ্বোধন করেছে। বৃহস্পতিবার রাজধানী আবুধাবিতে আনুষ্ঠানিকভাবে ‘হেলি’ নামের এই বিমানটির উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন মোহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

আমিরাতভিত্তিক প্রযুক্তি কোম্পানি লুদ অটোনোমাস উদ্ভাবন করেছে বিমানটি। সম্পূর্ণ বিদ্যুৎচালিত হওয়ার পরও এটি ‘হাইব্রিড’ হিসেবে পরিচিত, কারণ এতে একটি ব্যাকআপ জেনারেটরও রয়েছে, যা ব্যাটারির চার্জ শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়।

গালফ নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মাতার আল মান্নায়েই জানান, সম্পূর্ণ চার্জে ‘হেলি’ সর্বোচ্চ ২৫০ কেজি মালপত্র বহন করে টানা ৭০০ কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম।

তিনি বলেন, “আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এমন একটি বৈদ্যুতিক বিমান তৈরি করা, যা দীর্ঘপথ উড্ডয়ন করতে পারবে। কারণ ব্যাটারিচালিত যানবাহনে চার্জ শেষ হলে যাত্রাপথে তা রিচার্জ করা কঠিন হয়ে পড়ে।”

চ্যালেঞ্জ মোকাবিলায় হেলির প্রপেলার বিশেষভাবে নকশা করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, “এতে চলাচল হবে দ্রুত ও স্থিতিশীল। আর ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে অভ্যন্তরীণ জেনারেটর স্বয়ংক্রিয়ভাবে কাজ শুরু করবে, ফলে কোনো বাধা ছাড়াই বিমানটি দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারবে।”

মাতার আল মান্নেই হেলিকে ভবিষ্যতের দিকনির্দেশক উদ্ভাবন হিসেবে বর্ণনা করে বলেন, “বিশ্ব যখন বৈদ্যুতিক পরিবহন ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে, তখন হেলি নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।”

সূত্র: গালফ নিউজ

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×