সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজারের বেশি বিদেশি গ্রেপ্তার
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৭:৫১ পিএম, ১৫ নভেম্বর ২০২৫
সৌদি আরবে এক সপ্তাহে বাসস্থান, কর্মক্ষেত্র ও সীমান্ত সংক্রান্ত বিধি লঙ্ঘনের জন্য মোট ২২ হাজার ১৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সৌদি প্রেস এজেন্সি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আবাসিক আইন ভঙ্গের কারণে ১৪ হাজার ২৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধ সীমান্ত অতিক্রমের চেষ্টা করার অভিযোগে ৪৭৮১ জন এবং শ্রম সম্পর্কিত আইন লঙ্ঘনের কারণে আরও ৩৩৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ১৯২৪ জন অবৈধভাবে দেশটিতে প্রবেশের চেষ্টা করছিলেন। এদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ান, ৩৭ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এছাড়া সৌদি থেকে প্রতিবেশী দেশে প্রবেশের চেষ্টার সময় ৩২ জনকে আটক করা হয়েছে। অবৈধ প্রবেশে সহায়তা, আশ্রয় বা পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, কেউ অবৈধ প্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের জেল, ১ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা এবং যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্তির শাস্তির মুখোমুখি হতে পারেন।