রায়ের পর কিছু সহিংসতা হলেও তা বাড়বে না: সাবেক মার্কিন রাষ্ট্রদূত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১২:২৫ পিএম, ১৭ নভেম্বর ২০২৫
বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস মোরিয়ার্টি আজকের রায়ের গুরুত্বকে ‘বড় ধরনের’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এই রায় বিশেষ তাৎপর্যপূর্ণ।
মোরিয়ার্টি উল্লেখ করেন, আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে টানা ১৫ বছর ক্ষমতায় থাকতে পেরেছে, যা কোনো দলের জন্য ‘অভূতপূর্ব’ সময়কাল।
তিনি আরও বলেন, “হাসিনার দল সংবিধান সংশোধন করেছে এবং আইন-শৃঙ্খলার ব্যবস্থায় পরিবর্তন এনেছে একদলীয় রাষ্ট্র গড়ার জন্য। তবে এখন পরিস্থিতি পরিবর্তনশীল, এবং বাংলাদেশ ভবিষ্যতে কেমন হবে তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।”
মোরিয়ার্টি আশা প্রকাশ করেন, যদি দোষী সাব্যস্ত হওয়ার রায় আসে, কিছু সহিংসতা ঘটতে পারে, তবে তা বড় মাত্রায় বৃদ্ধি পাবে না।
আওয়ামী লীগ নেতাদের জন্য মোরিয়ার্টি মন্তব্য করেন, “তারা এখন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে এবং ভবিষ্যতের রাজনীতিতে কী ভূমিকা নেবে তা ঠিক করতে হবে।”
তিনি আরও সতর্ক করেন, যদি শেখ হাসিনা খালাস পান, তাতে বড় ধরনের বিক্ষোভের সম্ভাবনা রয়েছে, কারণ “এখন বাংলাদেশে কিছুটা প্রতিহিংসার পরিস্থিতি দেখা যাচ্ছে।”