ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ট্যাটাস


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ট্যাটাস

সৌদি আরবে মদিনা ও বাদরের মুফরাহথ এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (১৭ নভেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা স্ট্যাটাসে তিনি লিখেছেন, “মদিনায় ভারতীয় নাগরিকদের দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। প্রিয়জন হারানো পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। রিয়াদে আমাদের দূতাবাস এবং জেদ্দায় কনস্যুলেট সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে। আমাদের কর্মকর্তারা সৌদি কর্তৃপক্ষের সাথেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন।”

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় একটি বাস এবং একটি ট্যাংকার লরির সংঘর্ষ ঘটে। এতে নিহতদের মধ্যে ২০ জন নারী ও ১১ জন শিশু রয়েছেন। আহতদের মধ্যে একজন জীবিত রয়েছেন। ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, নিহত সবাই হায়দরাবাদের বাসিন্দা। দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমে ছিলেন। সংঘর্ষের পর বাসে আগুন লেগে হতাহতের সংখ্যা আরও বাড়ে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করও দুর্ঘটনার ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, “রিয়াদের রাষ্ট্রদূতাবাস এবং জেদ্দার কনসুলেট নিহতদের পরিবার এবং আহতদের সহায়তার জন্য কাজ করছে।” তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, জেদ্দার কনস্যুলেটে ২৪ ঘণ্টা কার্যক্রমরত কন্ট্রোল রুম খোলা রয়েছে।

তেলাঙ্গানা মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি দুর্ঘটনার বিষয়ে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি প্রধান সচিব ও ডিজিপিকে দ্রুত বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন। তেলাঙ্গানা সচিব রামাকৃষ্ণ রাও দিল্লির কো-অর্ডিনেশন সচিব গৌরব উপ্পালের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সচিবালয়ে কন্ট্রোল রুম স্থাপন করে পরিস্থিতি মনিটরিং করার নির্দেশ দিয়েছেন।

হায়দরাবাদ এমপি আসাদউদ্দিন ওয়াইসি জানিয়েছেন, আহতদের চিকিৎসা এবং নিহতদের দ্রুত দেশে ফেরত পাঠানোর বিষয়েও কেন্দ্রীয় সরকারের কাছে তদারকি দাবি করা হচ্ছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়, স্থানীয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ওমরাহ অপারেটরদের সঙ্গে সমন্বয় করে ভারতীয় কনস্যুলেট ও কমিউনিটি স্বেচ্ছাসেবীরা হাসপাতালে ও দুর্ঘটনাস্থলে অবস্থান করছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×