আরও ১০০ যুদ্ধবিমান কিনছে ইউক্রেন
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:০১ পিএম, ১৭ নভেম্বর ২০২৫
ইউক্রেন আরও ১০০টি যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছে। এই চুক্তিতে ফ্রান্সের তৈরি সর্বাধুনিক রাফাল যুদ্ধবিমানসহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোনের সরবরাহ অন্তর্ভুক্ত রয়েছে। সোমবার (১৭ নভেম্বর) প্যারিস সফরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই চুক্তির ঘোষণা দেন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে প্যারিসের দক্ষিণ-পশ্চিমে ভিয়াকুবলের এয়ার ফোর্স ঘাঁটিতে দুই নেতা ‘লেটার অব ইন্টেন্টে’ স্বাক্ষর করেন। জেলেনস্কি বলেন, “আমরা বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব।”
ম্যাখো জানিয়েছেন, ড্রোন, ইন্টারসেপ্টর ড্রোন এবং গাইডেড বোমাসহ কিছু অস্ত্র খুব দ্রুতই ইউক্রেনের হাতে পৌঁছাবে। বাকি সরঞ্জাম আগামী তিন বছরের উৎপাদন পরিকল্পনার আওতায় সরবরাহ করা হবে। এলিসে প্যালেস জানায়, পুরো কেনাকাটার প্রক্রিয়া পরবর্তী ১০ বছরের মধ্যে সম্পন্ন হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সাল থেকে ইউক্রেন ফ্রান্সের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাবে, যা মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমের সমমানের।
চুক্তির অর্থায়ন বিষয়ে জেলেনস্কি জানান, “ইউক্রেন ফরাসি যুদ্ধবিমান কো-প্রোডাকশনের সম্ভাবনা খতিয়ে দেখছে।” ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন ইইউ সদস্যদের পাঠানো চিঠিতে তিনটি সম্ভাব্য অর্থায়ন উৎস উল্লেখ করেছেন—ইইউ সদস্যদের অনুদান, ইইউর মাধ্যমে ঋণ, এবং রাশিয়ার জব্দ করা সম্পদের ওপর সুদের অর্থ। ফ্রান্স জানিয়েছে, এই ক্রয়ে ইউরোপীয় তহবিল বা জব্দ সম্পদের অর্থ ব্যবহার করা যেতে পারে।
সিএনএন জানিয়েছে, চতুর্থ প্রজন্মের মাল্টি-রোল রাফাল বিমান একই মিশনে দীর্ঘ পাল্লার বোমাবর্ষণ এবং ডগফাইট—উভয় কাজ করতে সক্ষম। ভারতসহ বহু দেশকে বিমানটি সরবরাহ করেছে ফরাসি প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন। প্রতিষ্ঠানটি মাসে চারটি রাফাল উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে এবং বর্তমানে ২৩৩টি বিমানের অর্ডার রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেনের এই চুক্তি এখনও একটি ‘লেটার অব ইন্টেন্ট’ পর্যায়ে রয়েছে এবং পূর্ণাঙ্গ কেনাকাটার ধাপ এখনো বাকি। এর আগে অক্টোবর মাসে ইউক্রেন সুইডেনের কাছ থেকে ১০০–১৫০টি গ্রিপেন জেট কেনার জন্য একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল।