সশস্ত্র বাহিনী দিবসে ঢাকাসহ পাঁচ জেলায় জাহাজ প্রদর্শন, সেনানিবাসে যান চলাচল সীমিত


সশস্ত্র বাহিনী দিবসে ঢাকাসহ পাঁচ জেলায় জাহাজ প্রদর্শন, সেনানিবাসে যান চলাচল সীমিত

আগামী ২১ নভেম্বর (শুক্রবার) সশস্ত্র বাহিনী দিবস উদযাপনে ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সেনানিবাস এলাকায় দিনভর যান চলাচলে সাময়িকভাবে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

রোববার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানিয়েছে, ২১ নভেম্বর সকাল ৭টা থেকে ১১টা এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়কসহ সেনানিবাসের বিভিন্ন রাস্তায় সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধুমাত্র সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তির যানবাহন এবং আমন্ত্রিত অতিথিদের পরিবহন চলাচল করতে পারবে। “যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে,” উল্লেখ করেছে আইএসপিআর।

এদিন ঢাকাসহ দেশের পাঁচটি জেলায় নৌবাহিনীর নির্ধারিত জাহাজ সর্বসাধারণের জন্য প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। দর্শনার্থীরা দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত এসব জাহাজ ঘুরে দেখতে পারবেন।

জাহাজ প্রদর্শনের স্থানসমূহ:

ঢাকা: সদরঘাট

চট্টগ্রাম: নেভাল বার্থ / বিএন আরআরবি

খুলনা: নেভাল বার্থ / দিগরাজ / মোংলা বন্দর

বরিশাল: বিআইডব্লিউটিএ ঘাঁট

চাঁদপুর: বিআইডব্লিউটিএ ঘাঁট

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×