লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ১১:৫৩ এম, ১৮ নভেম্বর ২০২৫
লিবিয়ার বেনগাজী শহরের গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায়।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল বেলায় তারা বুরাক এয়ারলাইন্সের ইউজেড২২২ ফ্লাইটে বাংলাদেশে পৌঁছান। বিমানবন্দরের একটি সূত্র নিশ্চিত করেছে, সব আনুষ্ঠানিকতা শেষে প্রত্যাবাসিতরা ইতিমধ্যেই বিমানবন্দর ত্যাগ করেছেন।
আইওএম জানিয়েছে, সোমবার (১৭ নভেম্বর) বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭০ জন বাংলাদেশিকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।
উল্লেখযোগ্য, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএম ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করে যাচ্ছে।