লেভেল প্লেয়িং ফিল্ড না মিললে আন্দোলন চলবেই: গোলাম পরওয়ার


লেভেল প্লেয়িং ফিল্ড না মিললে আন্দোলন চলবেই: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, সরকারের তিন উপদেষ্টা নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরপেক্ষতার বিরূপ প্রভাব ফেলছেন। তিনি বলেন, এই ‘মিসগাইডিং’ ভূমিকার কারণে আট দল মনে করছে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হচ্ছে না। এজন্যই জোট ঘোষণা দিয়েছে, এবং প্রতিশ্রুত লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়িত না হওয়া পর্যন্ত রাজপথের কর্মসূচি চলবে।

গোলাম পরওয়ার বলেন, “সব কথা ফরমালি বলা যায় না। প্রয়োজন হলে সময়মতো আমরা তিন বিতর্কিত উপদেষ্টার নামও বলব। আমাদের কাছে তথ্য-প্রমাণ আছে।”

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকারকে এখনই সতর্ক হতে হবে, না হলে নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও দলীয় পক্ষপাত বিদ্যমান এবং তিন উপদেষ্টার প্রভাব-প্রতিপত্তি পরিস্থিতিকে আরও জটিল করেছে।

আট দলীয় জোটের মতো, এই পরিস্থিতিতে জনগণের মধ্যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হওয়ার মূল দায় সরকারের।

মিয়া গোলাম পরওয়ার স্পষ্টভাবে বলেন, “নির্বাচন সুষ্ঠু করতে চাই বলেই আমরা মাঠে আছি। লেভেল প্লেয়িং ফিল্ড না এলে আমাদের কর্মসূচি থাকবে।”

তিনি জানান, জামায়াতের প্রধান তিনটি দাবি এখনও পূর্ণ হয়নি; লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, ফ্যাসিবাদের দায়ীদের বিচার হয়নি এবং প্রশাসনে দলীয় পক্ষপাত অব্যাহত আছে। এই ইস্যুতে আট দলীয় জোটের স্টিয়ারিং কমিটি পরবর্তী কর্মসূচি নির্ধারণ করে ঘোষণা দেবে।

জোটের নেতারা মনে করছেন, এই আন্দোলন নির্বাচনে কোনো ব্যাঘাত ঘটাবে না, বরং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার পথে আরও সহায়ক হবে।

তবে নির্বাচন নিয়ে অভিযোগ থাকা সত্ত্বেও গণভোট ইস্যুতে তাদের অবস্থান অটল। সংবাদ সম্মেলনে তারা জুলাই সনদের আইনগত ভিত্তি ও মৌলিক সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “কমিশনের যে মূল সংস্কারগুলো আছে, সেগুলোর পক্ষে আমরা শুরু থেকেই রয়েছি। এগুলো ভোটারদের সামনে সহজ ভাষায় তুলে ধরতে হবে।”

তিনি দাবি করেন, প্রচারপত্র, জাতীয় প্রচারমাধ্যম এবং ওপেন কমিউনিকেশনের মাধ্যমে সরকার ও ইসি স্পষ্টভাবে জানান কেন এই সংস্কারগুলো জরুরি। না হলে জনগণের বড় অংশ বিষয়টি বুঝতে পারবে না।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×