এই রায় আওয়ামী লীগকে নিস্ক্রিয় করার কৌশল: মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় শেখ হাসিনা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:৪৪ পিএম, ১৭ নভেম্বর ২০২৫
ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে “পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে অভিহিত করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর ভারত থেকে পাঁচ পৃষ্ঠার এক বিবৃতিতে দাবি করেছেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে “আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিস্ক্রিয় করার একটি কৌশল” হিসেবে। এই মন্তব্য বিদেশি গণমাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে।
এর আগে শেখ হাসিনা পুরো বিচার প্রক্রিয়াটিকেও ‘প্রহসন’ হিসেবে আখ্যায়িত করেছিলেন। তিনি অভিযোগগুলো অস্বীকার করে জানান, ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ বিচার হলে তিনি অভিযোগকারীদের সঙ্গে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকবেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, চাইলে এই অভিযোগগুলো হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে নেওয়া যেতে পারে। একই সঙ্গে তিনি মানবাধিকার ও দেশের উন্নয়ন বিষয়ে নিজের রেকর্ড নিয়ে “গর্বিত” থাকার কথাও উল্লেখ করেছেন।
এর আগে সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণা করে। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে উপস্থিত থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে প্রথম মামলার রায়।