নির্বাচনে প্রতি কেন্দ্রে ৫ সেনা মোতায়েনের দাবি জামায়াতের


নির্বাচনে প্রতি কেন্দ্রে ৫ সেনা মোতায়েনের দাবি জামায়াতের

আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে অন্তত পাঁচজন করে সেনা সদস্য মোতায়েনের দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। বুধবার ১৯ নভেম্বর সকালে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, একজন সেনা সদস্য দিয়ে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।

পরওয়ার জানান, প্রশাসনের রদবদল লটারির ভিত্তিতে করা এবং ভোটার তালিকায় থাকা ছবিগুলো আরও স্পষ্ট করার উদ্যোগ জরুরি। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করা হলে সাধারণ ভোটার বিভ্রান্ত হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

সংলাপে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ নির্বাচন কমিশনকে আরও দৃঢ় ভূমিকা নেওয়ার পরামর্শ দেন। তিনি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করেন।

জামায়াতের প্রতিনিধি দলের অন্য সদস্য ব্যারিস্টার শিশির মনির বর্তমান আচরণবিধির বিভিন্ন অস্পষ্টতা তুলে ধরেন। তিনি বলেন, “আচরণবিধি লঙ্ঘনের শাস্তি কে দেবে, কত সময়ের মধ্যে অভিযোগ নিষ্পত্তি হবে, কিংবা প্রার্থী ও দলকে কীভাবে পৃথকভাবে শাস্তি দেওয়া হবে- এসব বিষয় স্পষ্টভাবে উল্লেখ নেই।”

তিনি আরও উল্লেখ করেন, “সব আসনে সকল প্রার্থীর যৌথ নির্বাচনী আলোচনা বা সংলাপ বাধ্যতামূলক কিনা, তা পরিষ্কার নয়।” এ ধরনের অস্পষ্টতা ইসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তৈরি করছে বলেও তিনি মন্তব্য করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×