গভীর রাতে গুলিস্তানের মার্কেটে আগুন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০১:০২ এম, ১৯ নভেম্বর ২০২৫
নিদ্রাহীন রাজধানীতে আবারও আগুন, মঙ্গলবার গভীর রাতে গুলিস্তানের একটি মার্কেটে হঠাৎ দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস, যারা এক ক্ষুদে বার্তায় ঘটনাটি প্রকাশ করে।
ফায়ার সার্ভিস জানায়, গুলিস্তান মোড়ে হোটেল রমনার পাশের একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে রাত ১২টা ৩৫ মিনিটে তাদের চারটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার উৎস কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য দেয়নি ফায়ার সার্ভিস।