পাকিস্তানে বন্যা ও ভারী বৃষ্টিতে মৃতের সংখ্যা ২০০ ছাড়াল
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৬:০৩ পিএম, ২০ জুলাই ২০২৫
পাকিস্তানে চলতি বর্ষা মৌসুমের শুরু থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার তাণ্ডব চলছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA) শনিবার জানিয়েছে, জুনের শেষ সপ্তাহ থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাতে এখন পর্যন্ত কমপক্ষে ২০২ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৯৬ জনই শিশু।
সরকারি হিসাব বলছে, প্রাণহানির সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে পাঞ্জাব প্রদেশে, যেখানে একাই মৃত্যু হয়েছে ১২৩ জনের। এছাড়া খাইবার পাখতুনখোয়ায় ৪০ জন, সিন্ধু প্রদেশে ২১ জন, বেলুচিস্তানে ১৬ জন এবং রাজধানী ইসলামাবাদ ও আজাদ জম্মু-কাশ্মিরে একজন করে মারা গেছেন।
NDMA জানায়, মৃত্যুর কারণগুলোর মধ্যে সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে ভবনধস। এখন পর্যন্ত ১১৮ জন প্রাণ হারিয়েছেন ঘরবাড়ি ধসে পড়ার ঘটনায়। আকস্মিক বন্যায় মারা গেছেন ৩০ জন, আর বাকিরা প্রাণ হারিয়েছেন ডুবে যাওয়া, বজ্রপাত, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ও ভূমিধসে। আহত হয়েছেন কমপক্ষে ৫৬০ জন, যাদের মধ্যে ১৮২ জন শিশু।
পাঞ্জাবের রাওয়ালপিন্ডি শহরে আকস্মিক বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ধামিয়াল, হাতি চক এবং মর্গাহ এলাকার অধিকাংশ অংশই পানিতে তলিয়ে গেছে। টেঞ্চ ভাটা ও ফৌজি কলোনির মতো এলাকাগুলোয় পানি এতটাই বেড়েছে যে অনেক স্থানে তা ঘরের ছাদ পর্যন্ত পৌঁছেছে। প্রাণ বাঁচাতে স্থানীয়দের তড়িঘড়ি করে প্রয়োজনীয় জিনিসপত্র ফেলে এলাকা ছাড়তে বাধ্য হতে হয়েছে।
এদিকে ফয়সালাবাদেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মাত্র দু’দিনেই শহরটিতে ১১ জন প্রাণ হারিয়েছেন এবং অন্তত ৬০ জন আহত হয়েছেন। কর্মকর্তাদের মতে, বেশিরভাগ মৃত্যুই ঘটেছে দুর্বল ভবন বা অবকাঠামো ধসে পড়ার ফলে।
সূত্র: জিও নিউজ