নেতানিয়াহুকে হত্যা পরিকল্পনায় নারী গ্রেফতার, তদন্তে শিন বেট
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:৩১ পিএম, ২৩ জুলাই ২০২৫
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হামলার ষড়যন্ত্রের অভিযোগে মধ্য ইসরাইল থেকে এক নারীকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযানে অংশ নেয় অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ‘ওই নারী বিস্ফোরক ব্যবহার করে হামলা চালানোর পরিকল্পনায় যুক্ত ছিলেন।’ শিন বেট জানিয়েছে, তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তবে পুরো বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।
এই ঘটনা ইসরাইলকে আবারও স্মরণ করিয়ে দিয়েছে গত বছরের একটি অনুরূপ ঘটনার কথা। ২০২৪ সালের সেপ্টেম্বরে ওয়ালা নিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার সন্দেহে এক ইসরাইলি নাগরিককে আটক করা হয়েছিল। তার বিরুদ্ধে ইরানের সঙ্গে সহযোগিতার অভিযোগও তোলা হয়।
স্থানীয় সংবাদমাধ্যম দাবি করে, ইরান ওই ইসরাইলি নাগরিককে বেনিয়ামিন নেতানিয়াহু, তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং তৎকালীন শিন বেট প্রধান রোনেন বারকে হত্যার জন্য নিয়োগ দেয়।
শিন বেট ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তুরস্কে অবস্থানকালে তিনি ইরানি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করেন—এমন প্রমাণের ভিত্তিতে তাকে ২০২৪ সালের আগস্টে গ্রেফতার করা হয়।
তদন্তকারীরা আরও বলেন, ওই ব্যক্তি একজন ব্যবসায়ী ছিলেন। তিনি তুরস্ক থেকে ইরানে পাড়ি দেন এবং সেখানে ইরানিরা যাদের গোয়েন্দা প্রতিনিধি হিসেবে চিহ্নিত করেছে, তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন।
সূত্র: আল জাজিরা ও ইসরাইলি সংবাদমাধ্যম