৪৯ আরোহী নিয়ে রাশিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত


৪৯ আরোহী নিয়ে রাশিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত

রাশিয়ার আমুর অঞ্চলে নিখোঁজ হয়ে যাওয়া একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিধ্বস্ত অবস্থায় এর ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমানটি আন-২৪ মডেলের ছিল এবং এতে ৪৯ জন আরোহী ছিলেন বলে জানিয়েছেন আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ।

রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানায়, “রোসাভিয়াতসিয়ার একটি এমআই-৮ হেলিকপ্টার বিমানটির পুড়ে যাওয়া ফিউসেলাজ শনাক্ত করেছে।”

বৃহস্পতিবার সকালে বিমানটি রাডারের আওতা থেকে হারিয়ে যায়। তখন ধারণা করা হচ্ছিল, বিমানে ৪০ থেকে ৫০ জন আরোহী ছিলেন।

সাইবেরিয়া-ভিত্তিক বিমানসংস্থা আঙ্গারা পরিচালিত বিমানটি চীনের সীমান্তবর্তী টাইন্দা শহরের দিকে যাচ্ছিল। নিখোঁজ হওয়ার পর থেকে বিমান, হেলিকপ্টার ও স্থল উদ্ধারকর্মীরা যৌথভাবে তল্লাশি অভিযানে অংশ নেয়। দীর্ঘ সময় চেষ্টার পর হেলিকপ্টারের ক্রুরা বিমানের পোড়া অংশ দেখতে পান।

আমুর গভর্নর ভ্যাসিলি অরলোভ জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে বিমানটিতে পাঁচজন শিশু ও ৪৩ জন যাত্রী ছাড়াও ছয়জন ক্রু ছিলেন।

উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে, তবে আরোহীদের ভাগ্য সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×