মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ


মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নেমেছে দেশটির হাজারো মানুষ।

শনিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ‘দ্যা স্ট্রেইটস টাইমস’।

প্রতিবেদনে বলা হয়, ‘তুরুন আনোয়ার (আনোয়ার সরে দাঁড়াও)’ স্লোগানে স্লোগানে কাঁপছে কুয়ালালামপুর। দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যর্থতার দায়ভার গ্রহণ করে প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, কালো পোশাক পরে দেশটির জাতীয় মসজিদ প্রাঙ্গনে উপস্থিত হন হাজারো মানুষ। সেখান থেকে তারা পদযাত্রা শুরু করেন ঐতিহাসিক দাতারান মারদেকা (স্বাধীনতা স্কয়ার) এর দিকে। একইভাবে মসজিদ জামেক, সোগো মল এবং সেন্ট্রাল মার্কেট থেকেও একই দাবিতে মিছিল শুরু হয়।

জানা গেছে, বিরোধী জোট পেরিকাতান ন্যাশনাল (পিএন)-এর সরাসরি সহায়তায় বহু মানুষ ক্ল্যাং ভ্যালির বাইরের অঞ্চল থেকেও বাসে করে এনে সমাবেশে অংশগ্রহণ করেছেন। এছাড়াও, এই বিক্ষোভে অংশ নিয়েছে বিভিন্ন ছোট বিরোধী দল এবং মালয় জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো।

আয়োজক ও বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, সম্প্রতি জুলাই মাসে বিক্রয় ও সেবা কর (এসএসটি) সম্প্রসারণ, বিদ্যুতের দাম বৃদ্ধি এবং জ্বালানির ভর্তুকি হ্রাসের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে মারাত্মকভাবে। এই পরিস্থিতির জন্য তারা সরাসরি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকেই দায়ী করছেন।

তবে, বিক্ষোভ পুরোপুরি শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে বলে জানানো হয়েছে। এমনকি সরকারের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×