বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে, সতর্ক করলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী


বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে, সতর্ক করলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

বৈশ্বিক অস্থিরতা থেকে জন্ম নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ—এমন সতর্কবার্তা দিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি বলেছেন, বিশ্বজুড়ে চলমান উত্তেজনা দিন দিন এমন পর্যায়ে পৌঁছাচ্ছে, যা শেষ পর্যন্ত একটি সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে মানবজাতিকে।

শনিবার (২৬ জুলাই) রুশ বার্তা সংস্থা তাস প্রকাশিত এক প্রতিবেদনে অরবানের এই মন্তব্যের বিষয়টি উঠে এসেছে।

রোমানিয়ার বাইল তুসনাদ শহরে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে অরবান বলেন, বর্তমানে বিশ্বে একাধিক সঙ্কট একসঙ্গে ঘনীভূত হচ্ছে। তাঁর মতে, সংঘাতের সংখ্যা বৃদ্ধি, অস্ত্র প্রতিযোগিতার তীব্রতা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বাণিজ্য বাধার বিস্তার, সামরিক জোটগুলোর বিভাজন এবং উন্নয়নশীল দেশ থেকে উন্নত অঞ্চলে অভিবাসনের ঢল—সবকিছু মিলিয়ে বৈশ্বিক স্থিতিশীলতা চরমভাবে হুমকির মুখে পড়েছে।

তিনি আরও বলেন, সম্প্রতি অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের পর অনেকের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে যে, ন্যাটো ও রাশিয়ার মধ্যে যদি সরাসরি কোনো সামরিক সংঘাত শুরু হয়, তাহলে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। যদিও তাঁর মতে, ডোনাল্ড ট্রাম্প যদি আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন, তবে এই যুদ্ধের সম্ভাবনা কিছুটা হ্রাস পেতে পারে। তবে তিনি স্পষ্ট করেন, হুমকি একেবারে মুছে যাবে না।

অরবান আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে আহ্বান জানান, যেন কেউ এমন কোনো পদক্ষেপ না নেয় যা পরিস্থিতিকে আরও জটিল ও উত্তপ্ত করে তুলতে পারে বা বড় ধরনের যুদ্ধের দিকে ধাবিত করতে পারে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×