বাংলাদেশের ওপর নিবিড় নজর রাখা হচ্ছে: এস. জয়শঙ্কর
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৬:০১ পিএম, ০১ আগস্ট ২০২৫
বাংলাদেশের পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। তিনি বলেন, ভারতের জাতীয় স্বার্থ ও অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়গুলো মাথায় রেখে নয়াদিল্লি বাংলাদেশ বিষয়ে বিশেষ মনোযোগী রয়েছে।
ভারতের লোকসভায় চলমান বর্ষাকালীন অধিবেশনে জয়শঙ্করের দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির একজন সংসদ সদস্য। তিনি জানান, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সালতানাত-ই-বাংলা’ নামে একটি ইসলামপন্থী গোষ্ঠী কথিত ‘গ্রেটার বাংলাদেশ’ শীর্ষক একটি মানচিত্র প্রকাশ করে, যেখানে ভারতের কয়েকটি রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে।
উক্ত এমপি দাবি করেন, মানচিত্র প্রকাশকারী এই গোষ্ঠী তুরস্কভিত্তিক এনজিও ‘তার্কিশ ইউথ ফেডারেশন’-এর সহায়তায় পরিচালিত হচ্ছে এবং এটি ভারতের জন্য উদ্বেগের বিষয়।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ভারত এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে। বাংলাদেশের সরকারি তথ্য যাচাই প্ল্যাটফর্ম ‘বাংলাফ্যাক্ট’-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি ঐতিহাসিক প্রদর্শনীতে মধ্যযুগীয় বাংলার একটি মানচিত্র প্রদর্শন করা হয়েছিল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কোনো বিদেশি সংগঠন বা সংস্থার সঙ্গে সম্পর্ক নেই।
এছাড়া বাংলাদেশের সরকারও নিশ্চিত করেছে যে, ‘সালতানাত-ই-বাংলা’ নামে কোনো সংগঠনের অস্তিত্ব দেশে নেই।
জয়শঙ্কর আরও বলেন, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সম্পর্কিত যেকোনো বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে এবং এ বিষয়ে ভারত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।