খাদ্য সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত আরও ৬২ ফিলিস্তিনি
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১১:৪৭ এম, ০৩ আগস্ট ২০২৫
ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৬২ জন ফিলিস্তিনি, যাদের অধিকাংশই ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষায় ছিলেন।
রোববার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোর থেকে গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ৬২ জনের মৃত্যুর খবর দিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ৩৮ জন খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) পরিচালিত কেন্দ্রগুলোর সামনে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত এ সংস্থার আশেপাশে এর আগেও প্রাণহানির ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, গত সপ্তাহেই ইসরায়েল ঘোষণা দিয়েছিল, মানবিক সহায়তা পৌঁছাতে সুবিধা দিতে প্রতিদিন নির্দিষ্ট কিছু এলাকায় তারা হামলা বন্ধ রাখবে, অর্থাৎ ‘কৌশলগত বিরতি’ দেবে। এই ঘোষণা ২৭ জুলাই থেকে কার্যকর হলেও বাস্তবে তার প্রভাব কতটা পড়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে জাতিসংঘ।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্যমতে, ঘোষিত বিরতির মধ্যেই গত বুধবার ও বৃহস্পতিবার খাদ্য সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছেন ১০৫ জন ফিলিস্তিনি।
জাতিসংঘের হিসাব বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন ১,৩৭৩ জন। এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, অনাহার ও অপুষ্টিজনিত কারণে মৃত্যুবরণ করেছেন আরও ১৬৯ জন, যাদের মধ্যে ৯৩ জন শিশু।
গাজাবাসীরা অভিযোগ করেছেন, সহায়তা নিতে যাওয়ার সময় ইসরায়েলি সেনা এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা চুক্তিতে নিয়োজিত ঠিকাদাররা তাদের লক্ষ্য করে গুলি চালান।
গাজার মানবিক সংকট মোকাবিলায় সাম্প্রতিক সময়ে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, স্পেন, জার্মানি ও ফ্রান্স আকাশপথে ত্রাণ সরবরাহ করছে। তবে ইউএনআরডব্লিউএসহ বিভিন্ন মানবিক সংস্থা বলছে, এই সহায়তা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। জরুরি ভিত্তিতে স্থলপথে সহায়তা প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, শনিবার মাত্র ৩৬টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে পেরেছে, যেখানে প্রতিদিন কমপক্ষে ৬০০টি ট্রাক প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে, খান ইউনিসে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কার্যালয়ে ইসরায়েলি হামলায় সংস্থার এক কর্মী নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। হামলায় ভবনের প্রথম তলায় আগুন ধরে যায় বলে এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে সংস্থাটি।
গাজার দেইর আল-বালাহ থেকে আল-জাজিরার সাংবাদিক হিন্দ খোদারির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক ত্রাণ সহায়তা সত্ত্বেও ফিলিস্তিনিদের দৈনন্দিন দুর্ভোগ কমেনি। বাজারে খাদ্যের তীব্র সংকট রয়েছে এবং যেটুকু পাওয়া যাচ্ছে, তার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। ফলে জীবন ঝুঁকিতে ফেলেই ত্রাণ সংগ্রহে নেমেছেন অনেকে।