রুশ তেল কেনায় ভারতের ওপর ট্রাম্পের শাস্তিমূলক শুল্ক, হার দাঁড়াল ৫০ শতাংশে
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৮:৫৯ পিএম, ০৬ আগস্ট ২০২৫
রাশিয়া থেকে জ্বালানি কেনার ‘শাস্তি’ হিসেবে ভারতের রফতানিপণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই শুল্ক কার্যকর হলে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে মোট শুল্কের হার দাঁড়াবে ৫০ শতাংশ, যা চীন ও পাকিস্তানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
বুধবার এই সিদ্ধান্তে সই করেছেন ট্রাম্প। তিন সপ্তাহের মধ্যেই নতুন শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। এর আগে, ভারতীয় পণ্যের ওপর ইতোমধ্যেই কার্যকর থাকা ২৫ শতাংশ শুল্কের সঙ্গে এই অতিরিক্ত শুল্ক যোগ হবে।
তবে এই শুল্ক আরোপের আওতার বাইরে থাকছে মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়াম শিল্পে ব্যবহৃত ভারতীয় পণ্য এবং ওষুধ খাতের মতো সংবেদনশীল কিছু পণ্য। এসব পণ্যে আগের মতোই শুল্ক ছাড় বহাল থাকবে।
ট্রাম্পের এই পদক্ষেপ নিয়ে এনডিটিভি জানায়, নতুন এই শুল্কের ফলে চীনের চেয়ে ২০ শতাংশ এবং পাকিস্তানের তুলনায় ২১ শতাংশ বেশি শুল্কভার গুনতে হবে ভারতকে।
নতুন এই নির্বাহী আদেশে ট্রাম্প উল্লেখ করেন, “আমি দেখতে পাচ্ছি, ভারত সরকার বর্তমানে সরাসরি বা পরোক্ষভাবে রুশ ফেডারেশন থেকে তেল আমদানি করছে... আমার বিচারে মনে হচ্ছে, ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অ্যাড ভ্যালোরেম শুল্ক আরোপ করা প্রয়োজন।”
এই আদেশের কয়েক ঘণ্টা আগেই মার্কিন এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়... তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে... আমরা ২৫ শতাংশে স্থির হয়েছিলাম... কিন্তু আমি মনে করি, পরবর্তী ২৪ ঘণ্টায় আমি তা অনেকটা বাড়িয়ে দেব। কারণ তারা রাশিয়া থেকে তেল কিনছে।”
এই অতিরিক্ত শুল্ক আরোপ একপ্রকার পূর্ব ঘোষণা মোতাবেকই হয়েছে। গত ৩০ জুলাই ট্রাম্প ভারতকে সতর্ক করে বলেছিলেন, রাশিয়ার কাছ থেকে তেল ও সামরিক সরঞ্জাম কেনা বন্ধ না করলে শাস্তিমূলক শুল্ক দিতে হবে। এবার সেই সময়সীমা শেষ হওয়ার ৪৮ ঘণ্টা আগেই শুল্ক আরোপ করে দিলেন তিনি।
এর আগে এপ্রিল মাসে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, মার্কিন বাণিজ্য অংশীদারদের ক্ষেত্রে ‘পারস্পরিক শুল্ক’ নীতি কার্যকর করবেন। যদিও আলোচনার সুযোগ রাখতে তখন তা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
ট্রাম্পের বক্তব্যে ভারতের শুল্কনীতি এবং বাণিজ্যিক বাধার কড়া সমালোচনাও উঠে আসে। তিনি বলেন, “ভারত আমাদের বন্ধু। তবে এত বছরে আমরা তাদের সঙ্গে তুলনামূলকভাবে কম ব্যবসা করেছি। কারণ তাদের শুল্ক খুব বেশি; যা বিশ্বে অন্যতম সর্বোচ্চ। আর তারা সবচেয়ে কঠোর ও বিরক্তিকর অ-আর্থিক বাণিজ্য প্রতিবন্ধকতা তৈরি করেছে।”
ট্রাম্পের এই সমালোচনার পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “অনেক পশ্চিমা দেশ এখনও রাশিয়া থেকে পণ্য আমদানি করছে। রুশ পণ্য আমদানি করা দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্রও আছে।”
সূত্র: এএফপি, এনডিটিভি