ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রতিরক্ষামন্ত্রীসহ নিহত ৮


ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রতিরক্ষামন্ত্রীসহ নিহত ৮

ঘানার দক্ষিণাঞ্চলে ভয়াবহ এক হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী, পরিবেশমন্ত্রী ও আরও কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।

আশান্তি অঞ্চলে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রাণ হারান প্রতিরক্ষামন্ত্রী এডওয়ার্ড ওমানে বোয়ামাহ, পরিবেশমন্ত্রী ইব্রাহিম মুরতালা মুহাম্মদ, উপ-জাতীয় নিরাপত্তা সমন্বয়কারী ও সাবেক কৃষিমন্ত্রী আলহাজি মুনিরু মুহাম্মদ এবং জাতীয় ডেমোক্র্যাটিক কংগ্রেস (এনডিসি) দলের সহ-সভাপতি স্যামুয়েল সারপং। নিহতের সংখ্যা মোট ৮ জন।

বুধবার, প্রেসিডেন্ট জন মাহামা-র চিফ অব স্টাফ জুলিয়াস ডেবরাহ এক বিবৃতিতে এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করেন। তার ভাষায়, “জাতির সেবায় নিহত আমাদের সহকর্মী ও সেনাদের পরিবারকে প্রেসিডেন্ট ও সরকার গভীর শোক ও সংহতি জানাচ্ছে।”

ঘানার বিমান বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে রাজধানী আক্রা থেকে ওবুয়াসি শহরের উদ্দেশে যাত্রা শুরু করে সামরিক হেলিকপ্টারটি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

দুর্ঘটনার খবরে প্রেসিডেন্ট মাহামা তার সকল সরকারি কর্মসূচি স্থগিত করেছেন। প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, ঘানাজুড়ে শোক পালন করা হচ্ছে এবং সব সরকারি স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে দেশটির সামরিক বাহিনী তদন্ত শুরু করেছে। সরকার জানিয়েছে, তদন্ত শেষে বিশদ প্রতিবেদন প্রকাশ করা হবে।

সূত্র: আল জাজিরা

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×