দুই মাসের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্র সফরে পাকিস্তানের সেনাপ্রধান
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৩:৪৪ পিএম, ০৭ আগস্ট ২০২৫
মাত্র দুই মাস পর আবারও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। চলতি সপ্তাহেই তার এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, সরকারি সূত্রের বরাত দিয়ে তারা নিশ্চিত হয়েছে যে, সেনাপ্রধান আসিম মুনির শিগগিরই যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন।
জানা গেছে, এটি মূলত একটি প্রতিদানমূলক সফর। কারণ, জুলাই মাসের শেষদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিলা পাকিস্তান সফর করেছিলেন। এবার তারই পাল্টা সফরে ওয়াশিংটনে যাচ্ছেন আসিম মুনির।
সেন্টকমের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল কুরিলার সাম্প্রতিক দক্ষিণ এশিয়া সফরে পাকিস্তান অন্যতম গন্তব্য ছিল। সফরকালে তাকে পাকিস্তান সরকার ‘নিশান-ই-ইমতিয়াজ (সামরিক)’ উপাধিতে ভূষিত করে।
এর আগে ২০২৫ সালের জুন মাসেও যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন আসিম মুনির। তখন হোয়াইট হাউসে এক মধ্যাহ্নভোজে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাধারণত এই ধরণের আনুষ্ঠানিক আমন্ত্রণ কেবল রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানদেরই জানানো হয়ে থাকে।
তবে আসন্ন সফর নিয়ে এখনো পাকিস্তানের সেনাবাহিনী (আইএসপিআর) কিংবা যুক্তরাষ্ট্রে পাকিস্তান দূতাবাস আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। যদিও আগের সফরের সময় আসিম মুনির নিজেই ইঙ্গিত দিয়েছিলেন যে, বছর শেষে তিনি যুক্তরাষ্ট্রে ফিরবেন।
দ্য ডনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সফরের সময়সূচি এমন এক সময়ে নির্ধারিত হলো, যখন সম্প্রতি কংগ্রেসের এক শুনানিতে জেনারেল কুরিলা পাকিস্তানকে “চমৎকার অংশীদার” হিসেবে উল্লেখ করেন সন্ত্রাসবিরোধী লড়াইয়ে এবং আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতায় ইসলামাবাদের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।
এদিকে, সাম্প্রতিক সময়ে আসিম মুনিরকে রাষ্ট্রপতির পদে বসানো হতে পারে— এমন গুজব ছড়িয়ে পড়ে। তবে তা সরাসরি উড়িয়ে দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
ডন ডটকম জানিয়েছে, এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি স্পষ্ট করে বলেন, “রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলার বা সেনাপ্রধানের রাষ্ট্রপতি হওয়ার কোনও পরিকল্পনা সরকারের নেই।”
একই রকম অবস্থান নিয়েছেন আইএসপিআরের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সেনাপ্রধানকে রাষ্ট্রপতি বানানোর কথা পুরোপুরি বাজে কথা।”