যুক্তরাষ্ট্রে ফের পাকিস্তানি সেনাপ্রধান, শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের সাথে সাক্ষাৎ


যুক্তরাষ্ট্রে ফের পাকিস্তানি সেনাপ্রধান, শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের সাথে সাক্ষাৎ

যুক্তরাষ্ট্র সফরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির। চলতি সরকারি সফরে তিনি ওয়াশিংটনের শীর্ষ রাজনৈতিক এবং সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন, পাশাপাশি প্রবাসী পাকিস্তানিদের সঙ্গেও মতবিনিময়ে অংশ নিয়েছেন। রোববার, ১০ আগস্ট এক বিবৃতিতে এসব তথ্য জানায় পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

দুই মাসের ব্যবধানে এটিই মুনিরের দ্বিতীয় মার্কিন সফর। এর আগে গত জুনে পাঁচদিনের একটি সফরে ওয়াশিংটন যান তিনি, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হন। উল্লেখযোগ্যভাবে, এটি ছিল কোনো কর্মরত পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের প্রথম সরাসরি সাক্ষাৎ।

ওই সফরের সময় তিনি পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ককে বহুমুখী ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আরও গভীর করার সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেছিলেন।

সাম্প্রতিক সফরে ফ্লোরিডার ট্যাম্পায় অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ সামরিক অনুষ্ঠানে অংশ নেন মুনির। সেখানে তিনি সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বিদায়ী প্রধান জেনারেল মাইকেল ই. কুরিলার বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন এবং নতুন কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের দায়িত্ব গ্রহণ উপলক্ষে শুভেচ্ছা জানান। মুনির কুরিলার নেতৃত্ব এবং পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে তার অবদানকে প্রশংসা করেন।

উল্লেখ্য, গত জুনে জেনারেল কুরিলা পাকিস্তানের সন্ত্রাসবিরোধী প্রচেষ্টাকে 'অসাধারণ অংশীদারিত্ব' বলে অভিহিত করেছিলেন, বিশেষ করে বেলুচিস্তানে এবং ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের ভূমিকাকে তিনি বিশেষভাবে গুরুত্ব দেন।

এ সফরে মুনির যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গেও বৈঠক করেন এবং তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।

এছাড়া, প্রবাসী পাকিস্তানিদের সঙ্গে এক আলাপে মুনির দেশটির উজ্জ্বল ভবিষ্যতের ওপর আস্থা রাখার আহ্বান জানান এবং তাদেরকে বিনিয়োগে আরও সক্রিয় হওয়ার অনুরোধ করেন। এসময় প্রবাসীরা দেশের উন্নয়নে তাদের সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সূত্র: ডন

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×