মেঘালয়ে ভারতীয় নাগরিকের ওপর হামলার অভিযোগ, ৫ বাংলাদেশি গ্রেপ্তার


মেঘালয়ে ভারতীয় নাগরিকের ওপর হামলার অভিযোগ, ৫ বাংলাদেশি গ্রেপ্তার

মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলার এক গ্রামে ভারতীয় নাগরিকের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিএসএফ অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে একজন বাংলাদেশি পুলিশ কনস্টেবল বলে দাবি করেছেন।

পশ্চিম খাসি হিলস জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট বানরাপ্লাং জিরওয়ার তথ্য অনুযায়ী, শুক্রবার রাত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ওই গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ওই গ্রামের এক দোকানি, বলস্রাং এ মারাক জানিয়েছেন, রাত ১টার দিকে তার দোকানে ঢুকে ৮-৯ জনের একটি দুষ্কৃতকারী দল তাকে অপহরণ করে। তিনি বলেন, ‘বাংলাদেশি অপরাধীরা’ তাকে হাতকড়া পরিয়ে সীমান্তের আশেপাশে নিয়ে যায় এবং এমন পরিস্থিতি তৈরি করে যে তারা তার গলা কেটে ফেলবে বলে ধারণা হয়েছিল।

অন্ধকারে চলার সময় বলস্রাং দৌড়ে পালাতে সক্ষম হন এবং কাছে থাকা প্রথম বাড়িতে আশ্রয় নেন। হামলাকারীরা তার দিকে গুলি ছুড়লেও বিএসএফের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

ঘটনার পরদিন বিএসএফ ও মেঘালয়ের পুলিশ স্থানীয়দের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করে। পরে ১০ আগস্ট আরও একজন বাংলাদেশিকে অভিযুক্ত হিসেবে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামালপুরের মারুফুর রহমান (৩২), যিনি নিজেকে বাংলাদেশ পুলিশের কনস্টেবল দাবি করেছেন; নারায়ণগঞ্জের সায়েন হোসেন (৩০); জামালপুরের জাহাঙ্গীর আলম (২৫); কুমিল্লার মেফুস রহমান (৩৫); এবং সুনামগঞ্জের কালাগাঁওয়ের মুবারক হোসেন।

বাকি সদস্যদের ধরতে বিএসএফ ও মেঘালয় পুলিশ এখনো অভিযান চালিয়ে যাচ্ছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×