শুল্ক টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্রে মোদি


শুল্ক টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্রে মোদি

রপ্তানি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরেই নিউইয়র্ক যাচ্ছেন মোদি।

সাধারণ পরিষদের অধিবেশন শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর। ট্রাম্প বক্তব্য দেবেন ২৩ সেপ্টেম্বর, আর মোদি বক্তব্য দেবেন ২৬ সেপ্টেম্বর। অধিবেশনের ফাঁকে দুই নেতার বৈঠক হতে পারে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

ট্রাম্পের প্রথম মেয়াদে ভারতীয় পণ্যের ওপর ১৫% শুল্ক থাকলেও, চলতি বছরের মার্চে তা বাড়িয়ে ২৫% করা হয়, যা কার্যকর হয়েছে ৭ আগস্ট থেকে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর কম দামে রুশ তেল কিনছে ভারত—এ নিয়ে আপত্তি জানিয়েছেন ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, “রুশ তেল তেল ক্রয়ের মাধ্যমে রাশিয়াকে যুদ্ধের জন্য অর্থ যোগাচ্ছে ভারত।”

এর পর ৬ আগস্ট ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত আরও ২৫% শুল্ক আরোপ করেন ট্রাম্প। এতে মোট শুল্ক দাঁড়ায় ৫০ শতাংশে।

নতুন শুল্ক নিয়ে জারি নির্বাহী আদেশে ট্রাম্প লেখেন, “আমি দেখতে পাচ্ছি, ভারত সরকার বর্তমানে সরাসরি বা পরোক্ষভাবে রুশ ফেডারেশন থেকে তেল আমদানি করছে... আমার বিচারে মনে হচ্ছে, ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অ্যাড ভ্যালোরেম শুল্ক আরোপ করা প্রয়োজন।”

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখা এবং জনগণকে ন্যায্য মূল্যে তেল সরবরাহ করাকে ভারত তার জাতীয় স্বার্থ হিসেবে বিবেচনা করে এবং এই স্বার্থ রক্ষায় যাবতীয় পদক্ষেপ ভারত গ্রহণ করবে।”

মোদি সর্বশেষ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×