‘স্পাইডারম্যান’ বেশে বাইক চালালেন যুবক, জরিমানা ১৫ হাজার
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:২১ পিএম, ২৪ আগস্ট ২০২৫
‘স্পাইডারম্যান’-এর পোশাক পরে রাস্তায় স্টান্ট দেখাতে গিয়ে ১৫ হাজার রুপি জরিমানা গুণতে হয়েছে এক যুবককে। ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে এই জরিমানা করা হয়। ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশা রাজ্যের রাউরকেলায়।
রোববার (২৪ আগস্ট) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ওই যুবককে ‘স্পাইডারম্যান’ সেজে হেলমেট ছাড়া রাস্তায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে দেখা যায়। তিনি বিভিন্ন বিপজ্জনক স্টান্টও করছিলেন, যা আশপাশের যানচালক ও পথচারীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছিল।
তাছাড়া তার মোটরসাইকেলে লাগানো ছিল পরিবর্তিত সাইলেন্সার, যা থেকে বিকট শব্দ বের হচ্ছিল, যেন বিস্ফোরণের আওয়াজ।
ট্রাফিক পুলিশের নজরে পড়ার পর তাকে আটকানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদের সময় ওই যুবক নিজের এমন কর্মকাণ্ডের উপযুক্ত ব্যাখ্যা দিতে পারেননি।
পরে পুলিশ তার মোটরসাইকেল জব্দ করে এবং মোট ১৫ হাজার রুপি জরিমানা করে।
জরিমানার কারণ হিসেবে পুলিশ জানিয়েছে, হেলমেট ছাড়া বাইক চালানো, অতিরিক্ত গতি, এবং বেআইনি সাইলেন্সার ব্যবহারের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনার ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।